আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারপঃ মানিকগঞ্জে সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি’র) উদ্যোগে তিনদিন ব্যাপি ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধিন প্রেস ইনস্টিটিউট বাংরাদেশ ( পিআইবি) এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ককমিটির উপদেষ্টা চ্যানেল আই ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সানু, আহ্বায়ক ডেইলি স্টার ও আর টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সদস্য সচিব নয়া দিগন্ত পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি শাহিনুর ইসলাম।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, প্রেস ইনস্টিটিউট পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ড্যাফোডিল ইনভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ জামিল খান,
জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতা একটি দায়িত্বশীল সাংবাদিকের একটি বড় চ্যালেঞ্জিং । সাংবাদিকদের সকল ভয় ভীতিকে অপেক্ষা করে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে । তিনদিন ব্যাপি কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।