১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ যাবে নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সুখবর দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফেসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।

জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন।

আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে। পরিচালক তার ফেসবুকে লিখেছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে ‘বিশাল প্রাপ্তি’ বলে বর্ণনা করেছেন সুমন। তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের। নানা কারণে হয়ে ওঠেনি। এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই সিনেমা নির্মাণে। তাদের জানাই আমার কৃতজ্ঞতা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা 

জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ যাবে নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে 

প্রকাশের সময়ঃ ০৬:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ সুখবর দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফেসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।

জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন।

আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে। পরিচালক তার ফেসবুকে লিখেছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে ‘বিশাল প্রাপ্তি’ বলে বর্ণনা করেছেন সুমন। তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের। নানা কারণে হয়ে ওঠেনি। এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই সিনেমা নির্মাণে। তাদের জানাই আমার কৃতজ্ঞতা।