আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

 

নিজস্ব প্রতিবেদকঃ চলমান অস্থিরতার মধ্যেই  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা।

নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মধ্য গাজার একটি হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

আল জাজিরার আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। সাদা রঙের ওই ভ্যানের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটে গাড়ির পেছনে বড় লাল অক্ষরে “প্রেস” শব্দটি দেখা যাচ্ছে।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। কারণ তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে প্রসব ওয়ার্ডে ছিলেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ