০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় আসাদ অনুসারীদের  অতর্কিত হামলায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার কর্মকর্তারা বলেন, গত মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এ হামলা হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে ঝোড়ো আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল–আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

বিদ্রোহী যোদ্ধাদের হামলার একপর্যায়ে আসাদ পালিয়ে রাশিয়ায় চলে যান। সেই সঙ্গে অবসান ঘটে আসাদ পরিবারের অর্ধশতকের স্বৈরশাসনের। ইতিমধ্যে সিরিয়ার শাসনক্ষমতা গ্রহণকারী এইচটিএস দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত মজলিস নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী

সিরিয়ায় আসাদ অনুসারীদের  অতর্কিত হামলায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

প্রকাশের সময়ঃ ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার কর্মকর্তারা বলেন, গত মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এ হামলা হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে ঝোড়ো আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল–আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

বিদ্রোহী যোদ্ধাদের হামলার একপর্যায়ে আসাদ পালিয়ে রাশিয়ায় চলে যান। সেই সঙ্গে অবসান ঘটে আসাদ পরিবারের অর্ধশতকের স্বৈরশাসনের। ইতিমধ্যে সিরিয়ার শাসনক্ষমতা গ্রহণকারী এইচটিএস দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।