আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালু করার নির্দেশনা উপদেষ্টার

রাউফুর রহমান পরাগ : সাভারে বন্ধ থাকা গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) চালুর জন্য নির্দেশনা দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে টিএমআর পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, সকাল ৯ টার দিকে টিএমআর পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি, স্থাপনা ঘুরে দেখেন। পরে প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে টিএমআর বন্ধ থাকার কারণগুলো শুনেন। কর্মকর্তারা তাকে কারখানা চালুর জন্য জনবল প্রয়োজন বলে জানান। পরে তিনি কারখানাটি চালুর বিষয়ে নির্দেশনা দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, মূলত জনবলের অভাব এখানে মূল সমস্যা। উপদেষ্টা মহোদয় টিএমআর কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সে বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করার চেষ্টা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ