আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি’র) উদ্যোগে তিনদিন ব্যাপি ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা সফলভাবে শেষে সনদপত্র বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর ) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন ।
সমাপনি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি’র) পরিচালক ( অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ডেইলি স্টার ও আর টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সানু,পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন,ফ্যাক্ট চেক বিশেষঞ্জ এএফপি ইয়ামিন সজিব প্রমুখ।
এতে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক সফলভাবে প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহন করেন।