আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

শেরপুরের বাজিতখিলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের বাজিতখিলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা পাচরাস্তা মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি বার্ষিক সম্মেলনে ৩নং বাজিতখিলা ইউনিয়ন কমিটিতে সুমন খানকে সভাপতি, সাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক ও রতন মিয়াকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি আঃ মতিন, উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম জাহাঙ্গীর সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ