মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৯ টায় শেরপুর শহরের থানার মোড় হোটেল আয়সার ইন এর কন্ফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও শেরপুর সদর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা জামায়াতের প্রচার বিভাগ ও কর্মপরিষদের সদস্য গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, পৌর শহর জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল সহ আরো অনেকে।
এসময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho