সাভার প্রতিনিধিঃ সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে তিনদিনব্যাপী ৯ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪। টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছেন মোঃ আনিসুল হাসান। টুর্নামেন্টে বিদেশী গলফারসহ ৩৩৩ জন গলফার অংশগ্রহন করেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাভার গলফ ক্লাবের ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মঈন খান।
এই টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন- জুনিয়ার উইনার হন- সাইদ মাহদী মাহবীর, লেডিস উইনার-কুসুস ফরিদ, সিনিয়র ইউনার-মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, ভ্যার্টান উইনার-এস এম নূরুল আলম রেজভী।
এর আগে সকালে বেলুন উড়িয়ে গলফ ক্লাবে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ওয়ালটন গ্রুপের ডাইরেক্টর এস এম নূরুল আলম রেজভীসহ অন্যান্য কর্মকর্তারা। আরও উপস্থি ছিলেন গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তারা।