আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে যুবশক্তি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

মো. চঞ্চল মাহমুদ খান,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া গ্রামে ২৮ ডিসেম্বর ২০২৪ যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে  শীতার্ত গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগে এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা জনাব মো: আব্দুল করিম (সাধারণ সম্পাদক ধানকোড়া  ইউনিয়ন বিএনপি)

জনাব মো: সাইফুল ইসলাম (সভাপতি ধানকোড়া  ইউনিয়ন যুবদল) সহ আরো অনেকের বক্তব্যে যুবশক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

যুবশক্তি ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কিছু গরিবদের নিয়ে স্বপ্ন দেখা যুবকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা ধীরে ধীরে দেশের সকল গরিব ছিন্নমূল মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের সভাপতি জনাব কামরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।”

আজকের কম্বল বিতরণ কর্মসূচিতে প্রায় ৫০ জন শীতার্ত মানুষকে কম্বল প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যুবশক্তি ফাউন্ডেশন ইতিপূর্বে দেশের জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে গাছ রোপণ কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতে তারা এলাকার কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব রবিউল লাবু ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জানান, সামনে রমজান মাস উপলক্ষে  ফাউন্ডেশনটি বিশেষ কর্মসূচি গ্রহণ করবে। তিনি ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ