০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শতাধিক সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ১ নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

সরেজমিনে দেখা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত৷ এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি৷ আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাসটেইনেবল সমাধান হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক ঢাকা পোস্টকে বলেন, যারা সচিবালয়ে বিটে কাজ করেন তাদের কার্ড বহাল এবং প্রবেশের বিধিনিষেধ যাতে না থাকে সে বিষয়ে সুরাহার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ আমরা প্রত্যাশা করছি এই বৈঠকে একটি ভালো সিদ্ধান্ত আসবে। পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এই বিধিনিষেধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে সামনে দেশের সব সাংবাদিক সংগঠনগুলো নিয়ে বড় কর্মসূচি আসবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা জলবদ্ধতা নিরাসনে অবৈধ নেট,পাটা, অপসারণ করলেন নির্বাহী কর্মকর্তা

শতাধিক সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় 

প্রকাশের সময়ঃ ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ১ নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

সরেজমিনে দেখা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত৷ এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি৷ আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাসটেইনেবল সমাধান হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক ঢাকা পোস্টকে বলেন, যারা সচিবালয়ে বিটে কাজ করেন তাদের কার্ড বহাল এবং প্রবেশের বিধিনিষেধ যাতে না থাকে সে বিষয়ে সুরাহার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ আমরা প্রত্যাশা করছি এই বৈঠকে একটি ভালো সিদ্ধান্ত আসবে। পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এই বিধিনিষেধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে সামনে দেশের সব সাংবাদিক সংগঠনগুলো নিয়ে বড় কর্মসূচি আসবে।