আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

৬ বছর পর যে চরিত্রে বলিউড কাঁপাবে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউডে চুটিয়ে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। এরপর তিনি পা রাখেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে বিভিন্ন সিনেমা ও ড্রামা সিরিজ যেমন, কোয়ান্টিকো, বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স এবং সম্প্রতি ‘সিটাডেল’-এর মতো কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

জানা যায়, এস এস রাজামৌলির একটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী এবং তার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু। এখনো সিনেমার নাম নির্ধারিত হয়নি এবং সিনেমার গল্প লেখার কাজ শেষপর্যায়ে রয়েছে। তবে ২০২৫ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু করার আশা ব্যক্ত করেন ছবিটির নির্মাতা এস এস রাজামৌলি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অনেকদিন ধরে সিনেমাটির পরিচালক গ্লোবাল পরিচিতি সম্পন্ন একজন নারী চরিত্র খুঁজছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কার মতো আর কাউকে তুলনা করা যায় না। এরপর নির্মাতা গত ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক মিটিং করেছেন এবং এখন তারা একে অন্যর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ