আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

জাকসু কার্যকরসহ দুই দফা দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

সাভার প্রতিনিধিঃ জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও সংশ্লিষ্টদের বিচার নিশ্চিতসহ দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন এক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীর নাম জিয়া উদ্দিন আয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক।

আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। তাঁর অন্য দাবিটি হলো—অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জুলাইয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা চালিয়েছে এবং যারা সেই হামলায় মদদ দিয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি। গত সেপ্টেম্বরে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও চার মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা এখনো ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করছে। হামলার বিচারের দাবিতে সরব হওয়ার কারণে গত ৮ ডিসেম্বর আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আমি বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা ছাড়া আর কোনো পদক্ষেপ নেয়নি। এই অবস্থায় আমি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।’

জাকসু কার্যকরের দাবি জানিয়ে আয়ান বলেন, ‘আমাদের জুলাই বিপ্লবের ৯ দফা দাবির অন্যতম একটি ছিল—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু প্রশাসন নানা অজুহাতে দফায় দফায় মিটিং করলেও কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে এবং জাকসু কার্যকরের রোডম্যাপ ও নির্বাচন কমিশন ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমরা ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পরদিনই একটি তদন্ত কমিটি গঠন করি। তবে তিন দিনের ঘটনার বিশ্লেষণে কিছুটা সময় লেগেছে। আগামী ৭ জানুয়ারি তদন্তের প্রাথমিক প্রতিবেদন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাকসু কার্যকরের রোডম্যাপ প্রকাশের জন্য আমরা পাঁচ কর্মদিবস সময় চেয়েছিলাম। আগামীকাল সেই সময়সীমা শেষ হবে। প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা আগামীকাল জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ প্রকাশ করব।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ