আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

সাভারে প্রতিবন্ধী সন্তানকে হত্যার দায়ে মা গ্রেপ্তার

 

রাউফুর রহমান পরাগ : সাভারে হতাশাগ্রস্ত হয়ে আহাম্মদ উল্লাহ আলিফ (০৪) নামের প্রতিবন্ধী সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ইফরাত জাহান নাসরিনের বিরুদ্ধে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের রাজাশন পলুর মার্কেট এলাকার আমির হোসেনের ভাড়া বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় অভিযুক্ত ইফরাত জাহান নাসরিনকে আটক করেছে সাভার থানা পুলিশ।

আটক ইসরাত জাহান নাসরিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের আরিফুর রহমান হাসানের স্ত্রী। তিনি স্বামী আরিফুর রহমানের সাথে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকায় বসবাস করতেন।

অভিযুক্ত ইফরাত জাহান নাসরিনের স্বামী আরিফুর রহমান আসাদ বলেন, আমি আমার স্ত্রী মেয়ে নাজমুন নাহার আফরিন (০৮) ও আমার প্রতিবন্ধি ছেলে আহাম্মদ উল্লাহ আলিফ (০৪) সহ ওই ভাড়া বাসায় বসবাস করে নারায়নগঞ্জ একটি ব্যাটারি কারখানায় চাকরি করে আসছিলাম। গত ২৯ ডিসেম্বর বাড়ি মালিকের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী প্রতিবন্ধী সন্তানকে ব্যাপক মারধর করছে। খবর পেয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ততক্ষণে বাড়ির মালিক ও স্থানীয়রা দরজা ভেঙ্গে আমার সন্তানের রক্ষাক্ত মরদেহ খাটের ওপর দেখতে পায়। আমি রাত দেড়টার দিকে বাসায় ফিরে সন্তানের মরদেহ খাটের ওপর দেখতে পাই। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমার সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, আমার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা সহ সেবা করতে করতে আমার স্ত্রী মানষিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারনেই হয়তো নিজ সন্তানকে আমার স্ত্রী হত্যা করেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ