আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় ৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষা নির্ণয় সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় যক্ষা কর্মসূচির উদ্যোগে সোমবার বারহাট্টা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এই সভার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভায় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) সৈয়দা নওশীন পর্ণিনী।
অন্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-সচিব মো: দবির আল কাদের, হেল্থ সিস্টেম ফর টিবি’র কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ডা. নাজমুলহুদা, জাতীয় যক্ষা কর্মসূচির প্রতিনিধি ডা. আহসান হাবিব, ডা: প্রমিতি কর্মকার, প্রকল্প সমম্বয়কারী ডা. অংকন সরকার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জুনিয়র কনসাল্টেন্ট ডা: কাজী তাসলিমা, উপজেলা স্বাস্থ্য প্রকল্পের এমওডিসি ডা. সাইকুল ইসলাম প্রমুখ। ডা: মো: গোলাম রাফি অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিশুদের জন্মের পর যক্ষার টিকা দেওয়া হয়। এই টিকা দুইটি ভয়ংকর রকমের যক্ষা থেকে শিশুদের রক্ষা করে, সব যক্ষা থেকে নয়। শিশুদের যক্ষা হলে অনেক ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে, খাদ্যে অরুচি, ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া প্রভৃতি লক্ষণ দেখা দিলেই যক্ষা হয়েছে কি-না পরীক্ষা করা উচিত। মল পরীক্ষার মাধ্যমে শিশুদের যক্ষা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা খুবই ব্যয়বহুল। তবে, পাইলট প্রজেক্ট হিসেবে নেত্রকোণার বারহাট্টাসহ সদর ও মোহনগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আগ্রহীরা যোগাযোগ করলে যক্ষা কর্মসূচির কর্মীরা শিশুদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।