মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০শে ডিসেম্বর সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে ১২০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের কাদির হোসেন, কলেজের আহ্বায়ক জাকির হোসেন, জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম।
এছাড়াও সেবার আলো সংগঠনের উপদেষ্টা মোঃ এনামুল হোসেন, তাহমিদ ইসরাক অলিদ, সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সজীব আহমেদ জয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।