যখন আমি হারিয়ে যাই অন্যলোকে
মনের মাঝে কি সব ভাবনা দলা পাকিয়ে থাকে। আচানক মনের মাঝে কিছু কথা উঁকি মারে
মনে হয় তুমি বুঝি দাঁড়িয়ে আছো আড়ালে আমাকে নিয়ে খেলছো কোন অবসরে ।
তোমার ইচ্ছে হলে আমার চুলে বিলি কাটো
হয়তোবা কখনো নিবিড় হয়ে জড়িয়ে থাকো।
ইচ্ছেগুলো একান্ত তোমার ।
আমি অবিরত হাত বাড়িয়ে রাখি
কখন তোমার ইচ্ছেগুলো হবে আরো প্রসার এভাবেই সময় গড়িয়েছে বছরের পর বছর । ভেবেছিলাম গদ্য-পদ্মের মিশেলে কিছু হবে
কখনোই কিছু হতে হতেও হলো না ।
ও বাড়ির জানালার ফাঁকে রোজ বিকেলে তোমাকে না দেখলে কি তীব্র যন্ত্রণা হয়
সে কথাও কখনো বলা হলো না।
কতোবার এঁকেছিলাম তোমার সারল্যে ভরা মুখের ছবি
কিংবা অনন্ত আকাশের অপার অনুপম ছবি।
সবই রয়ে গেল আমার একার।
আজ আর কিছুই নেই তোমাকে দেবার।।