০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সবার আগে নতুন বছরে সূর্যোদয়ের স্বাদ নেবে যে দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সবজায়গায় একসঙ্গে নতুন বছর শুরু হয় না। তো, কোন জায়গায় সবার আগে এবং কোন জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে? মজার ব্যাপার হলো, যেখানে সবার প্রথমে ও নতুন বছর শুরু হবে সেখানে মানুষের বসবাস নেই!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য চলে গ্রিনিজ মান সময় (জিএমটি) অনুযায়ী। যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দাঘ্রিমাংশের লাইন। যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি।
এই সময় অনুযায়ী, কিরিমাতি দ্বীপে সবার আগে নতুন বছর শুরু হবে। এছাড়া ২০২৪ সালও এখানে সবার আগে শেষ হবে। অপরদিকে তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ার আগে নতুন বছর উদযাপন করবে।
বিশ্বের সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের মানচিত্রের পশ্চিমদিকের সবচেয়ে দূরে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে। যা যুক্তরাষ্ট্রের হাওয়ায়ের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেটি অন্যান্যদের চেয়ে পরে নতুন বছরকে স্বাগত জানায়। এমনকি দেশটির সবজায়গাতেও একসঙ্গে নতুন বছর শুরু হয় না। দেশটিতে সবার পরে ২০২৫ সাল উদযাপিত হবে ওয়াশিংটন ডিসিতে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফরিদপুরে দীর্ঘ ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  বিশাল সম্মেলন 

সবার আগে নতুন বছরে সূর্যোদয়ের স্বাদ নেবে যে দেশ

প্রকাশের সময়ঃ ১২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সবজায়গায় একসঙ্গে নতুন বছর শুরু হয় না। তো, কোন জায়গায় সবার আগে এবং কোন জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে? মজার ব্যাপার হলো, যেখানে সবার প্রথমে ও নতুন বছর শুরু হবে সেখানে মানুষের বসবাস নেই!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য চলে গ্রিনিজ মান সময় (জিএমটি) অনুযায়ী। যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দাঘ্রিমাংশের লাইন। যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি।
এই সময় অনুযায়ী, কিরিমাতি দ্বীপে সবার আগে নতুন বছর শুরু হবে। এছাড়া ২০২৪ সালও এখানে সবার আগে শেষ হবে। অপরদিকে তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ার আগে নতুন বছর উদযাপন করবে।
বিশ্বের সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের মানচিত্রের পশ্চিমদিকের সবচেয়ে দূরে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে। যা যুক্তরাষ্ট্রের হাওয়ায়ের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেটি অন্যান্যদের চেয়ে পরে নতুন বছরকে স্বাগত জানায়। এমনকি দেশটির সবজায়গাতেও একসঙ্গে নতুন বছর শুরু হয় না। দেশটিতে সবার পরে ২০২৫ সাল উদযাপিত হবে ওয়াশিংটন ডিসিতে।