আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ঢাবি অ্যালামনাই নিউজ পোর্টালের শুভ উদ্বোধন

আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি

ঢাকা ইউনিভাসির্টি অ্যালামনাই নিউজ পোর্টাল ‘duaa-news.com’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর)) রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে উৎসবমুখর পরিবেশে নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা ইউনিভাসির্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর আহ্বায়ক ও নিউজপোর্টালের প্রধান সম্পাদক শামসুজ্জামান দুদু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর সদস্য সচিব ও নিউজপোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী।

সভায় জানানো হয়, ‘duaa-news.com’-এ দেশে-বিদেশে অবস্থাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সফলতা ও অর্জন গুরুত্ব সহকারে প্রচার করা হবে। এছাড়া, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খবরা-খবর দেশ-বিদেশের অ্যালামনাইদের কাছে পৌঁছে দেওয়া হবে। নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপত্র হিসাবে কাজ করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ