আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

বছরের শুরুতে সূর্যের দেখা নেই, ঘন কুয়াশায় আচ্ছাদিত দেশের অধিকাংশ জেলা

নিজস্ব প্রতিবেদকঃ আকাশে মেঘ থাকার পাশাপাশি উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের তীব্রতা বাড়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে অনুভূত হচ্ছে কনকনে শীত। নতুন বছরের প্রথম দিনেই এ জেলার তাপমাত্রার পারদ ১১ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, তাপমাত্রার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডার তীব্রতা। তবে বেলা বেড়ে সকাল ১০টা বাজলেও দেখা মিলেনি সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার পথঘাট। কুয়াশার সঙ্গে ঠান্ডার তীব্রতা বাড়ায় সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লাখ করা গেছে।

এ আবহাওয়ায় দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের দেখা দিয়েছে দুর্ভোগ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ২০২৪ সালের শেষ দিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তা বেড়ে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ১০০ শতাংশ।

সামনে আরও শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ