রাউফুর রহমান পরাগঃ সারা দেশের মতো আশুলিয়ায় বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তবে সংকটের কারণে সব ক্লাসের বই দিতে একটু বিলম্ব হচ্ছে বলে জানান শিক্ষকগণ।
বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।
সকালে আশুলিয়ার ডেন্ডাবর প্রাথমিক বিদ্যালয়, গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গাজীরচট এ.এম স্কুল এন্ড কলেজের স্কুল শাখা, গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় প্রাথমিক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন বই পেয়ে আনন্দিত আবার কেউ নতুন বইয়ের জন্য অপেক্ষারত।
অভিভাবকরা বলছেন, যাদের বাচ্চাদের বই পাওয়া গেছে তার আনন্দিত তবে যাদের বই পেতে বিলম্ব হচ্ছে তারা যেন খুব শিগগিরই বই পেয়ে যায় তাহলে পড়ালেখা ভালোভাবে চালিয়ে নিতে পারবে বলে জানান তারা।
নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও উৎসবে মাতোয়ারা হয়ে উঠে।