আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার উদ্যোগে পৌর শহরের নিউমার্কেট থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন, মো.আজিজুর রহমানসহ জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরেও তারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাই দলীয় সকল কর্মসূচিতে দেশের স্বার্থে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ