১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভিন্ন আঙ্গিকে দর্শক চমকাতে আসছেন ক্যাটরিনা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়াই ছিল কঠিন। সিনেমায় তাকে নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতেন নির্মাতা ও প্রযোজকরা। সেই ক্যাটরিনা এখন অনেকটাই আছেন বিরতিতে। সবশেষ ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পায় তার ‘মেরি ক্রিসমাস’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এদিকে বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হচ্ছে এই নায়িকার। শুরু হবে তার নতুন সিনেমার শুটিং। নাম এখনো ঠিক হয়নি। এটি পরিচালনা করবেন ভারতীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রেমো ডি’সুজা। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ান।

এটি একটি ড্যান্স ড্রামা ফিল্ম। এর আগে একই ধাঁচের এবিসিডি, এবিসিডি২ ও স্ট্রিট ড্যান্সার শিরোনামে তিনটি সিনেমা নির্মাণ করেন রেমো। যার প্রতিটিতেই প্রধান চরিত্রে দেখা যায় বরুণ ও শ্রদ্ধা কাপুরকে। এবার এই নায়কের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা। যার শুটিংও শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি দেওয়া হবে। এ ছাড়া আপাতত তার হাতে নতুন কোনো সিনেমা নেই।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

ভিন্ন আঙ্গিকে দর্শক চমকাতে আসছেন ক্যাটরিনা

প্রকাশের সময়ঃ ০১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়াই ছিল কঠিন। সিনেমায় তাকে নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকতেন নির্মাতা ও প্রযোজকরা। সেই ক্যাটরিনা এখন অনেকটাই আছেন বিরতিতে। সবশেষ ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পায় তার ‘মেরি ক্রিসমাস’। এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এদিকে বছরের শুরু থেকেই ব্যস্ততা শুরু হচ্ছে এই নায়িকার। শুরু হবে তার নতুন সিনেমার শুটিং। নাম এখনো ঠিক হয়নি। এটি পরিচালনা করবেন ভারতীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রেমো ডি’সুজা। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ান।

এটি একটি ড্যান্স ড্রামা ফিল্ম। এর আগে একই ধাঁচের এবিসিডি, এবিসিডি২ ও স্ট্রিট ড্যান্সার শিরোনামে তিনটি সিনেমা নির্মাণ করেন রেমো। যার প্রতিটিতেই প্রধান চরিত্রে দেখা যায় বরুণ ও শ্রদ্ধা কাপুরকে। এবার এই নায়কের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা। যার শুটিংও শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি দেওয়া হবে। এ ছাড়া আপাতত তার হাতে নতুন কোনো সিনেমা নেই।