আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে মানিকগঞ্জে পিঠা উৎসব অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় আইসিটি পাঠশালায় এই পিঠা উৎসব অনুষ্টিত হয়।
আইসিটি পাঠশালার আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসবের উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ভূগোল বিভাগের প্রধান মজিবর রহমান কনক, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, আইসিটি পাঠশালার প্রতিষ্ঠাতা শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
দিনব্যাপী এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি হরেক রকমের পিঠা বিভিন্ন স্টলে প্রদর্শনী ও বিক্রি করা হয়।