আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ হতে দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরন

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ হতে কম্বল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) মানিকগঞ্জ জেলা প্রশাসন ড.মানোয়ার হোসেন মোল্লা রোগীদের মাঝে এ কম্বল বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ শফিকুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, হাসপাতালে উপ-পরিচালক ডাঃ জহিরুল করীম, সহকারী পরিচালক ডাঃ সৌমেন চৌধুরী,এনডিসি মোঃ আহসানুল হক,মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম প্রমুখ।

ড.মানোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারের পক্ষ হতে সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। সামর্থবান সকলকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে মানবতার খেদমতে একসাথে কাজ করলে আমাদের যে কোন সমস্যা মোকাবেলা করা সম্ভব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ