আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় নিখোজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

সাভার প্রতিনিধিঃ গাজীপুরের মহানগর কাশিমপুর থানা ও  আশুলিয়া থানার সীমানাবর্তী বাংলাদেশ বেতারের ভিতরে মাহামুদুর রহমান হৃদয় নামে যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মৃত হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং তিনি কাশিমপুরের মাধবপুরে ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

নিহতের পরিবার জানান, গত (২৮ই ডিসেম্বরে) মাহামুদুর রহমান হৃদয় বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করার জন্য যেয়ে আর বাসায় ফিরে আসেনি।পরবর্তীতে  তার আত্মীয়-স্বজনের  বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি।

আজ (২জানুয়ারী) শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাঁদামুক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়।বাচ্চারা চিৎকার করে আশেপাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে সনাক্ত করা হয় মাহামুদুর রহমান হৃদয়ের লাশ।

পরে জানাজানি হলে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আশুলিয়া থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরে মৃত মাহামুদুর রহমান হৃদয় এর মা লাশটি সনাক্ত করে।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ।

পুলিশ আরো জানায়, মৃত হৃদয় কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়াছিলো। সে গত শনিবার তার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ