মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে কোরআন তিলাওয়াত, গজল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মাদরাসার শিক্ষার্থীদের গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল ফালাহ ইসলামি ফাউন্ডেশন’ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
অনুষ্ঠানে ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসা মোহতামিম মাওলানা মো. ছফির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাকিব আহমেদ শান্ত, মাওলানা মো. আশরাফুল ইসলাম, আয়োজক সংগঠনের হাফেজ জাহিদ প্রমুখ।