আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে যুবলীগ কর্মী আকাশ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগ কর্মী আকাশ আহমেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আকাশকে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এস. এম.আমান উল্লাহ।

আকাশ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড় পয়লা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি একজন যুবলীগ কর্মী এবং রাজনৈতিক মামলায় এজাহারনামীয় আসামী ছিলেন।

পুলিশ জানান, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ এর তত্ত্বাবধায়নে মানিকগঞ্জ থানার এসআই (নিরস্র) মোঃ শামীম আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামী  আকাশ আহমেদকে গ্রেফতার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ