আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

ভালো একজন সঙ্গীর কাছে ফেরা অনেকটা আপন ঘরে ফেরার মত; কৃতি

নিজস্ব প্রতিবেদকঃ বহু দিন ধরেই বলিপাড়ায় আলোচনা-সমালোচনা চলছে লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। গত বছর সেই শিল্পপতিকে নিয়ে গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই এ জল্পনার সূত্রপাত। এর পর কখনো ‘গোপন’ প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটিয়েছেন, আবার কখনো একসঙ্গে ধূমপান করতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

সম্প্রতি বড়দিন উদযাপনেও কৃতির সঙ্গেই ছিলেন তার প্রেমিক কবীর বাহিয়া। যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে তার সময় যে প্রেমেই কাটছে, তা স্পষ্ট তার চালচলনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানালেন কৃতি শ্যানন।

কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত শেয়ার করে নিতে চায় সঙ্গীর সঙ্গে। কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে। কেউ কেউ আবার বন্ধুর মতো হাতে হাত রেখে চলে। কৃতির প্রেমের ধরন ঠিক কেমন? এ প্রশ্নের উত্তরে কৃতি বলেন, সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন।

তিনি বলেন, ছোট ছোট বিষয়ের মাধ্যমেই প্রেম প্রকাশ করা যায়। ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে— হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তার সবচেয়ে প্রয়োজন ছিল।

কৃতি বলেন, সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালোবাসা ও মনোযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটি আরও ভালো বিষয়।

তাহলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমরা আসলে একজন ভালো সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটি তো ঈশ্বর আগেই ঠিক করে রাখেন। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কিনা, সেটি কিন্তু আমরাই ঠিক করি। সেটি আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।

উল্লেখ্য, অভিনেত্রী কৃতি শ্যাননকে শেষ দেখা গেছে ‘দো পত্তি’ নামের একটি ছবিতে। দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ