আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

ধাইরায়ে খিচুড়ি খাওয়া নিয়ে ফার্স্ট নাইটে যুববকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার 

ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে থার্টি-ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কিশোর গুলিবিদ্ধের ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। এর আগে গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইটে) রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটে এক কিশোরকে গুলির ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্রসহ দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে খিচুরির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো। তার সাথে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে আকাশ সরকার নামের এক যুবককে গুলি করে সে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ