আফজাল হোসেন- বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারী জুমার নামাজের পর উপজেলার ৬ নং সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজারে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
৬ নং সিংধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী,নেত্রকোনা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নেত্রকোনা জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম ।
বারহাট্টা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ নাজমুল হক, বারহাট্টা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল বাছির খান, সাহতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুল ইসলাম নুরুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।