আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের ঘিওরে ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় রতন মিয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুযারি) সন্ধ্যা ৭টায় বানিয়াজুরী-ঘিওর সড়কের পুটিয়াজানি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
রতন মিয়া ঘিওর উপজেলার পুটিয়াজানী গ্রামের আজমত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বালিয়াখোড়ার ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান জানান, সন্ধ্যা ৭টার দিকে রতন বানিয়াজুরী-ঘিওর সড়কের পুটিয়াজানি এলাকায় রিকশা থেকে নেমে বাড়ি যাবার পথে একটি ব্যাটারিচালিত অটোবাইক রতনকে চাপা দেয় । এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা রতনকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।