আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

শেরপুরে ১০ টাকার বিনিময়ে কম্বলের বাজার

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ১০ টাকার বিনিময়ে শীতবস্ত্র কম্বল পেল ২শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় নারী পুরুষ। ৩ ডিসেম্বর ( শুক্রবার) বিকেল ৪ টায় শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শেরপুর সদরের ১৪ টি ইউনিয়নের শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয় আজকের তারুণ্য নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন৷

কম্বল বিতরন অনুষ্ঠানে আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমরা প্রতি বছর অসহায়, গরীব, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছি৷ এছাড়াও আমাদের সংগঠন বেওয়ারিশ লাশ দাফন , হারানো ব্যাক্তিদের পরিবারের কাছে পৌছে দেওয়া, রক্তদান, তীব্র গরমে বিনামূল্যে হাত পাখা বিতরনসহ অন্যান্য সামাজিক কাজ করেছি ৷

তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এই কার্যক্রম চালাতে শেরপুরের অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শীত বস্ত্র কম্বল বিতরনের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহ- সভাপতি জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আজকের তারুণ্য সহ- সভাপতি রুবেল,উত্তরা হাসপাতালের পরিচালক মন্জুরুল হক, মার্কেটিং অফিসার আল আমিন, সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ,নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ,বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম হাসান ,একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুরাদ,ইমান আলী,রাজিব আহাম্মেদ সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ