আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠনের দুই মাস না যেতেই সেই কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজেও এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মাত্র দুই মাসের মাথায় ওই কমিটিও স্থগিত ঘোষণা করা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ