আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী’র ১৪ম মৃত্যুবার্ষিকী পালিত

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী-এঁর ১৪ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি শনিবার দুপুরে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি ফরিদা চৌধুরী, প্রিয় অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী।

জেলা বিএনপি সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, ফাহিম চৌধুরীর স্ত্রী শেনাওয়া চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহবায়ক মোনায়েম সরকার, টুটন চৌধুরী, আহসান হাফিজ খান, সায়েদুল হক লাঞ্জু, সদস্য রাব্বেনূর চৌধুরী, বিএনপির নেতা মোকশেদুল হক শিবলু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছায়েদুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর প্রমুখ।

আলোচনা সভা শেষো প্রয়াত জাহেদ আলী চৌধুরী-এঁর রূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা মো. ফখরুল আলম।

এসময় ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ