আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

ধামরাইয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রতিষ্ঠানে ডাকাতি প্রায় ২০ লাখ টাকার মালামাল  লুট 

রাউফুর রহমান পরাগ : ঢাকার ধামরাইয়ে ফুড এন্ড বেভারেজ নামের একটি  কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

কারখানাটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত শুক্রবার গভীর রাতে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাবরাইল এলাকায় বিডি থাই ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কালামপুর-সাটুরিয়া সড়কের পাবরাইল এলাকায় বিডি থাই ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি কারখানার দেয়াল টপকে মুখোশ পরিহিত একদল ডাকাত ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা কারখানার জেনারেটর ক্যাবল (৪০০আরএম) অফিসের ল্যাপটপ, তিনটি কম্পিউটার, কয়েকটি মোবাইল ফোন, ১০টি ব্যাটারিসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

কারকাখানার জিএম মোঃ জাকারিয়া জানান, ২০-৩০ জনের ডাকাতদল কারখানার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মারপিট করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনা ঘটেনি তবে চুরি হয়েছে বলে শুনেছি। এখনো অভিযোগ পাইনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ