রাউফুর রহমান পরাগ : আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে তারেক রহমানের দেওয়া রুপরেখায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জানুয়ারি বিকেলে আশুলিয়ার শ্রীপুরে এই রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উক্ত কর্মশালায় আব্দুল গফুরের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা।