আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ সদর উপজেলার সলন্ডী-মিতরায় রনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বেলী একাদশ।
শনিবার রাতে নোরা ফাউন্ডেশন ও সলন্ডী-মিতরা যুবসমাজের উদ্যোদে সলন্ডী ঈদগাহ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্টিত হয়।
গোলাপ একাদশক ও বেলী একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোলাপ একাদশকে ২-১পয়েন্টে হারিয়ে বেলী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহিনুল ইসলাম তারেক খেলার উদ্বোধন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো: কাজী ইকবাল হোসেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক সেকেন্দার,সংযুক্ত অরঙ্গবাদ সমিতির সাধারন সম্পাদক ও বিএনপি নেতা মো. অহেদ আলী ,জগন্নাত বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মো.রতন খান,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান চান মিয়া,ছাত্রদল নেতা কাজী অলিত,আইরমাড়া-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মো.সোহান মিয়া,স্বেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস আহমেদ জীবন, স্বেচ্ছাসেবক নেতা মামুন খান শামীম মো.মনির হোসেন,মোরাদ হোসেন, সারোয়ার হোসেন নাঈম,খালিদ খান শিহাব,মনিরুল ইসলাম রাজিব প্রমূখ। খেলা পরিচালানা করেন সিরাজুল ইসলাম জনি প্রমুক।