রাউফুর রহমান পরাগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ছাত্র রাজনীতির সংস্কার নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মো. কামরুল আহসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাবির ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া জিসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাবি ছাত্রশিবির সাবেক সভাপতি সাদিক কায়েম প্রমুখ।