মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীবরদী – ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর নির্দেশনায় ৬ জানুয়ারি সোমবার রাত ৮ টায় বাজিতখিলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মোল্লা লেবুর নেতৃত্বে বাজিতখিলা বাজার হয়ে গ্রামীণ ব্যাংক ও পাচ রাস্তা মোড় হয়ে বাজারে গিয়ে পদযাত্রাটি শেষ হয় পরে সেখানে শেষে বক্তব্য রাখেন ৩ নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মোল্লা লেবু।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছর জনগনকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি।
এসময় তিনি আরো বলেন, জানাযা নামাজে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলাতে আমাকে জানাযা নামাজ থেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের মতো প্রতিহিংসার রাজনীতি বিএনপির করবে না, বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।