আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

জাবিতে লাল সবুজ উন্নয়ন সংঘের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মৌসুমি আক্তারঃ “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, মানুষ মানুষের জন্য” এই স্লোগানে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির ছাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে উপহার তুলে দিয়ে ৭ দিন ব্যাপি এই কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ