আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

লালমনিরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

 

সহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাচ উপজেলায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত মানুষের জীবন। রাস্তায় লোকজনের চলাচল একবারেই সীমিত। নিতান্ত প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষেরই কেবল দেখা মিলছে পথে-ঘাটে। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষজন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। শিশু ও বয়স্ক মানুষের মধ্যে বাড়ছে শীতজনিত নানান রোগের প্রকোপ।

বুধবার (৮ জানুয়ারী) সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা পর্যন্ত লালমনিরহাট – বুড়িমারী মহাসড়কে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার চাদরে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে। একটু উষ্ণতার জন্য মানুষ বাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কৃষকরা শীত উপেক্ষা করে ফসলের মাঠে কাজে বেরিয়েছে। প্রচণ্ড এই শীতে বেড়েছে শীতের কাপড়ের দাম।
হাতীবট এলাকার দিনমজুর নুরল হক বলেন, আমি গরিব মানুষ। এই শীতেও মানুষের কাজ করতে হয়। কাজে না গেলে পরিবারকে নিয়ে খাবো কি।শীতে আমাদের সকাল বেলা কাজ করতে খুবই কষ্ট হয়। আমরা কৃষক মানুষ শীতে কষ্ট হলেও বাধ্য হয়ে কাজ করতে হয়।
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ অঞ্চলের আজকের তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ