আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

লালমনিরহাটে যুবদলের ৪ কর্মী কারাগারে

 

সহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের চার কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তারা একই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত সড়কের দুধারের গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের চারজনকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ