আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

শেরপুরে দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরে একটি দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে।

রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে পুলিশ।

শেরপুর সদর সার্কেল মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ