আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

শিবালয়ে শত্রুতার জেরে শিশু অপহরণ

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোস্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৭ বছরের একটি শিশু মো. মাহিমের অপহরণকারীদের গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. তাইজুল ইসলাম (২৯) ও মো. সবুজ। এদেরকে গত মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

শিবালয় উপজেলার মেহেদীপুর গ্রাম থেকে গত ৫ জানুয়ারি আনুমানিক ১১.৩০ মিনিটে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির পরিবার গত ৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন শিবালয় থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয়ের মেহেদীপুর গ্রামের মাহিমের বাবা মো. আরিফুলের বাড়িতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত ৫ জানুয়ারি গ্রাম্য সালিশ হয়। গ্রাম্য সালিশ শেষ হবার পর থেকেই মাহিন কে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে মাহিনের বাবা মাইকিং করেন। খোঁজাখুঁজির পরে বাড়িতে আসার পর আরিফের বাড়ির পাশের দোকানদারের স্ত্রী জানান, আনুমানিক দুপুর ১১.৩০ মিনিটে মো. তাইজুল ইসলাম এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানদারের বাড়ির পাশের আওয়াজ ব্রিজের উত্তর পাশ থেকে শিশুটিকে নিয়ে যেতে দেখে।

মাহিমের পরিবার বলেন,
পূর্ব শত্রুতার জের ধরে মোঃ তাইজুল (২৯), পিতা- শাহ আলম খা, সাং লক্ষীপুর, থানা- মোল্লাদি, জেলা- বরিশাল, মোঃ সবুজ (৩০), পিতা- হাসান মন্ডল, সং চরকাটারী, ডাকঘর- বাঘুটিয়া, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জদ্বয় আরিফুলের ছেলেকে অপহরণ করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে। গত ০৫/০১/২০২৫খ্রিঃ তারিখ অনুমান রাত্রী ১১.১৯ ঘটিকায় বাদীর নম্বরে ফোন করে জানান যে, আরিফের ছেলে মোঃ মাহিম(৭) তাদের নিকট আছে এবং ২ লক্ষ টাকা মুক্তিপন দিলে তাকে ছেড়ে দিবে। মুক্তিপনের টাকা না দিলে তার ছেলের ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানায়, আসামীদের গ্রেফতার করে কোটি প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ