আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

কালীগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

 

সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ১৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোস্তাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া বাজার এলাকায় ১৪০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,উপজেলার ঢাকাইয়াটারী নিথক ৬ নং ওয়ার্ড এলাকার হযরত আলীর ছেলে ইয়াকুব আলী (২২), একই এলাকার ইব্রাহীম আলীর ছেলে মমিনুর ইসলাম (২০)।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, আটককৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা রুজু করার পর আদালতের মাধ্যমে তাদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ