আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

জাবি ছাত্রদলের কমিটি ঘোষনা; বাবর আহবায়ক অনিক সদস্য সচিব

 

রাউফুর রহমান পরাগ : জাবি ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ১২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদ্য ঘোষিত ছাত্রদলের জাবি শাখার ওই কমিটির আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৩৯ ব্যাচের শিক্ষার্থী এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক দর্শন ৪০ ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া, যুগ্ম-আহবায়কদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ূন হাবীব হিরণ, মো; মেহেদী হাসান, মশিউর রহমান রোজেন প্রমুখসহ আরও ৫২ জন।

এর আগে, গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটি প্রকাশ করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।

আরও উল্লেখ্য, সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়ছে আহবায়ক কমিটিকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ