আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

ইসলামী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) দুপুরে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মা‌নিকগঞ্জ জেলার সভাপ‌তি মুহাম্মদ মিজানুর রহমান মুজাহিদ এর সভাপতি‌ত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী খাইরুল আহসান মারজান।
প্রধান বক্তা হিসেবে বক্তব‌্য রা‌খেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ‌্যালয়ের সম্পাদক, আরিফুল ইসলাম খান লিখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মা‌নিকগঞ্জ জেলার সভাপ‌তি হা‌ফেজ শ‌হিদুল্লাহ, মুজাহিদ কমিটি মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ইসলামিক শাসনতন্ত্র কায়েম হলে দেশে অন্যায়,দুর্নীতি,ঘুষ,অ‌বিচার থাকবেনা, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মিজানুর রহমান মুজাহিদ, সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈমন মিয়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ