আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলায়  বাকবিতন্ডা, ছেলের বদলে বাবাকে পিটিয়ে হত্যা

 

 

আলোকিত কন্ঠ ডেস্কঃ মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ছেলের বাকবিতন্ডাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে তার ওপর হামলার পর শনিবার ভোরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি জে ও এম তৌফিক আজম।

নিহত ইউসুফ (৫৫) মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।

নিহত ইউসুফ ব্যাপারীর ছেলে হাবিব বলেন, শুক্রবার রাত ৯টার দিকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে আমার ছোট ভাই সিরাজ ব্যাপারীর সঙ্গে প্রতিপক্ষের দিদার, লিটনের কথা কাটাকাটি হয়।

সেই বিরোধের জের ধরে রাত সাড়ে ১০টার দিকে এলমেস, লিটন, দিদার তার ভাই-ভাতিজাসহ আট দশজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।

“তারা বাড়িতে ঢুকে আমার বাবাকে ঘর থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।”

হাবিব আরও বলেন, “এ সময় আমাদের বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে প্রথমে ঘিওর হাসপাতাল এবং পরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

“সেখান থেকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যায়।”

এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, “সামান্য বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতা ছিল এমন নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি জে ও এম তৌফিক আজম।

সূত্রঃ বিডি নিউজ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ