০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা।

শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজন কে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুরের শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় সাড়ে ৪শ ছাটাইকৃত শ্রমিক তাদের বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

 

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা।

শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজন কে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুরের শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় সাড়ে ৪শ ছাটাইকৃত শ্রমিক তাদের বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।